সিভি লেখার নিয়ম
![]() |
সিভি (CV) লিখার সঠিক উপায় বা নিয়ম |
CV কিঃ
সিভি (CV) ইংরেজি শব্দ যার পূর্ণরুপ হলো Curriculum Vitae.
সিভিতে যা কিছু বিস্তারিত লিখতে হয়, তা সংক্ষিপ্ত ভাবে নিম্নে লেখা হলোঃ
আপনার সিভি টি লেখার আগে নিশ্চিত হয়ে নিন যে, আপনি কেন সিভি টি বানাতে/লিখতে চাচ্ছেন।
আপনার টার্গেট কি।
কোন কোন বিষয় গুলো হাইলাইট করবেন।
সাধারণতঃ সিভি এমন ভাবে বানানো/লিখা উচিত, আপনি যে কাজের জন্য এটি লিখতেছেন সে বিষয়টি যেন সিভি তে হাইলাইট করা থাকে। হাইলাইট মানে এমনা না যে, কালার/রং দিয়ে হাইলাইট করতে হবে। হাইলাইট মানে, ঐসব বিষয়গুলো গুরুত্বপূরণ, সুতরাং সেভাবে লিখতে হবে। সিভির প্রথম দিকে প্রায়োরিটি দিতে হবে।
সিভি স্ট্যান্ডার্ড একটা ফরম্যাট সিলেক্ট করতে হবে।
বেশি ট্যবলাইজড করা যাবেনা
ফন্ট সাইজ (১০-১৪/১৬) এর মধ্যে হওয়া ভাল।
ফন্ট অতিরিক্ত যেন ডিজাইন করা না হয়/কালার করা না হয়
পরিপাটি, মার্জিন ঠিক, সাজানো যেন হয় ইত্যাদি বিষয়ে খেয়াল রাখতে হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ
শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ একটা সিভিতে দিতে হবে। চেষ্টা করবেন, আপনি কি পড়েছেন, কোন বিষয়ে, আরও গুরুত্বপূর্ণ কি কি বিষয় ছিল এসব উল্লেখ করতে।
নিম্নোক্ত টপিক এড করবেন-
Certificate/Exam Name
Course type/Duration
Department
Major Subject
GPA/CGPA
Passing Year
Institution
Board/University
পেশাগত অভিজ্ঞতাঃ
চাকরির বিস্তারিত বিবরণ, কোন কোম্পানিতে/প্রতিষ্ঠানে কাজ করেছেন, কোম্পানি যদি স্বনামধন্য না হয় সেক্ষেত্রে এক লাইনে কোম্পানিটি কি কাজ করে সেটি লিখে দিবেন, আপনি কি কি কাজ করতেন তার বিস্তারিত লিখবেন, কোন ডিপার্টমেন্টে কাজ করতেন সেটাও লিখবেন, সময়টাও লিখে দিবেন।রেসপনসেবলিটি টপিকে যদি সাজিয়ে লিখতে না পারেন, আপনার কন্টাক্ট পেপারের সাহায্য নিতো পারেন অথবা যে চাকুরীর রেসপন্সিবিলিটি লিখবেন সেই চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল, ওটা থেকে সাহায্য নিবেন।
Organization Name,
Position/Designation,
Department,
Duration,
Location,
Responsibility
দক্ষতাঃ
আপনি কি কি বিষয়ে দক্ষ(skilled) এ ব্যপারে সিভি তে লিখা প্রয়োজন। আপনার দক্ষতা সমূহ ক্রমানুসারে সিভি তে সাজিয়ে লিখতে হবে।
পুরস্কার ও সম্মাননাঃ
টপিক দেখেই বুঝতে পারছেন এখানে কি লিখতে হবে, আপনার যদি উল্লেখযোগ্য কোন পুরষ্কার বা সম্মানা প্রাপ্তি থেকে থাকে যেটা আপনার দক্ষতা সম্পর্কিত সেটা উল্লেখ করবেন। এমন না যে কোন লটারি জিতলে সেটা লিখতে হবে!
প্রকাশনাঃ
মানসম্মত কোন প্রকাশনা/জার্নাল/রিসার্চ থাকলে সেটার সারসংক্ষেপ উল্লেখ করবেন। ইত্যাদি টপিক সম্পর্কিত কোন লিংক থাকলে সেটাও উল্লেক করে দিতে পারেন।
পেশাদার সংগঠনঃ
আপনি কোন পেশাদকর সংঘঠনের সদস্য হয়ে থাকলে সেটাও উল্লেখ করবেন। কারণ, এটাও আপনার অর্জন। যেমন: ইন্জিনিয়ারিং কোন সংগঠনের সদস্য, আইন সমিতির সদস্য।
লাইসেন্স, প্রমাণপত্র, স্বীকৃতিপত্রঃ
কোন পেশাদার কাজ করার জন্য সংশ্লিষ্ট অনুমতির প্রয়োজন অাছে। যেমন – ঠিকাদারি, ড্রাইভিং, ইলেক্ট্রিসিটি সম্পর্কিত কাজ ইত্যাদি। তাই, এ সম্পর্কিত বিস্তারিত সিভি লিখতে হবে।
স্বেচ্ছাসেবকের কাজ:
কোন Voluntary/সামাজিক কাজে আপনি জড়িত থাকলে তাঁর একটা বিবরণ এখানে লিখতে পারেন। এটা আপনার ব্যাপারে পরিপূর্ণ ধারণে পেতে সাহায্য করবে।
ব্যক্তিগত তথ্য / personal history:
কোন রিক্রুটার কারো নাম/পিতকর নাম দেখে সিলেক্ট করবেনা (ব্যাপার টা ফর্মালি এমন)। কিন্তু কারো শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা / অন্যান্য দক্ষতা দেখার পর, ব্যক্তিগত তথ্য জানার প্রয়োজন পড়ে। তাই, এটি লিখতে হবে। অনেকে মনে করেন এটি না লিখলেও চলবে। তবুও, লিখা উত্তম।
শখ এবং আগ্রহঃ
সাধারণত আমরা প্রকৃত শখ আর আগ্রহ লিখিনা। যদি ফর্মালি লিখার চেষ্টা করি তাহলে, কোন চাকরির বিজ্ঞপ্তিতে দায়িত্ব/কর্তব্যতে যে বিষয়গুলো লিখা আছে এগুলোর সাথে যেন ম্যাচ হয় সেভাবে লিখতে হবে।
রেফারেন্সঃ
যাদের সাথে যোগাযোগ করলে আপনার দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা যাবে
Relation- Professional: আপনি যেখানে চাকরি করেছেন, ওখান থেকে যিনি আপনাকে চিনে/আপনার ব্যাপারে জানতে চাইলে জানাতে পারবে এমন কেউ হচ্ছে প্রফেশনাল রেফারি।
Academic / Relative / Famiy Friend এমন কাউকেও add করা যায়।
Professional, Academic : সুপারভাইজার , শিক্ষা প্রতিষ্ঠান স্যার এদেরকে রেফারেন্সে add করা উত্তম মনে করি।
পুরো লেখাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার লেখায় ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ সঠিক করে দিব।
সবসময় আমার লেখা পেতে আমাদের ফেসবুক পেইজ ( LikebanglaBD ) লাইক দিন।
ইমেইল- mssolayman033@gmail.com
No comments:
Post a Comment